| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল আলেমদের মুক্তির দাবিতে খেলাফত যুব মজলিসের পদযাত্রা অনুষ্ঠিত


আলেমদের মুক্তির দাবিতে খেলাফত যুব মজলিসের পদযাত্রা অনুষ্ঠিত


রহমত নিউজ ডেস্ক     03 November, 2023     04:04 PM    


বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবি জানিয়ে পদযাত্রা করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। পদযাত্রা শেষে সমাবেশ থেকে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে আগামী ১০ নভেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন সংগঠনের নেতারা। পাশাপাশি আগামী ৮ নভেম্বর ঢাকায় ছাত্র সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়।

আজ (০৩ নভেম্বর) শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমাবেশ করে এই দাবি জানান সংগঠনটির নেতারা। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জাহিদুর জামানের সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদের সদস্য মাওলানা হযরত জালালী, প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুরের সভাপতি হাফেজ কাজী নিজামউদ্দিন প্রমুখ। সমাবেশ শেষ তারা পদযাত্রা করেন। পদযাত্রাটি বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরের দিকে যায়। 

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, মাওলানা মামুনুল হককে বছরের পর বছর বন্দি করে রাখা হতে পারে, কিন্তু তার আদর্শকে বন্দি করতে পারবে না। মুক্ত মামুনুল হকের থেকেও বন্দি মামুনুল হক হাজার গুন শক্তিশালী। মামুনুর হকের মুক্তির আন্দোলন চলবে। মামুনুল হকের আদর্শ আমরা প্রতিষ্ঠা করতে চাই। তার মুক্তি হলেও আমরা সফল, না হলেও আমরা সফল। আমাদের কোনো ব্যর্থতা নেই। মামুনুল হক দেশের ভবিষ্যৎ নায়ক হিসেবে ফিরবেন সেই আশা করছি।

পুলিশ বাহিনীর উদ্দেশে মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। কোনো দলের ক্যাডার না, কোনো দলের কর্মী বাহিনী না। বিরোধী দল এ দেশের নাগরিক। যারা আন্দোলন করছে, সবাই এ দেশের নাগরিক। আপনারা (পুলিশ) শপথ করেছেন, দেশের মানুষের নিরাপত্তা রক্ষা করবেন। পরিষ্কার বলছি, সরকার পরিবর্তন হবে, সরকার টিকে থাকতে পারবে না। সুতরাং প্রশাসনের ভাইদের বলবো নিরপেক্ষ হয়ে যান। বাংলাদেশে যদি চাকরি করতে হয়, তাহলে জনগণের পক্ষে থাকতে হবে। এতদিন যা করেছেন তা ভুলে, শেষ মুহূর্তে টার্গেটে পরিণত হবেন না। নিরপেক্ষ ভূমিকা পালন করে দেশের মানুষের পক্ষে থাকুন।